
আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পরিচালক
পরিচিতিঃ
নামঃ আনিসুজ্জামান নাহিদ
জন্মস্থানঃ দক্ষিন বাড্ডা, ঢাকা
পিতাঃ এস,এম, নুরুজ্জামান
মাতাঃ নূরুন্নাহার
শিক্ষাজীবনঃ বর্তমান সোনারগাও ইউনিভার্সিটিতে অধ্যায়নরত। সাবেক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী।
পেশাঃ ড্রিম এব্রোড এর ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।
প্রতিষ্ঠিত অন্যান্য প্লাটফর্মঃ পলিটেকনিক বন্ধুমহল, পলিটেকনিক নোটিশ, ক্যাম্পাসিয়ান বন্ধুমহল, বন্ধুমহল উদ্যোক্তা, বন্ধুমহল ফটোগ্রাফার সোসাইটি, আউটসাইড নলেজ
প্রতিষ্ঠাতার বানীঃ
২০২০ সালের ২৭শে সেপ্টেম্বর করোনাকালীন মহামারিতে প্রতিষ্ঠিত হয় “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি”। “এসো গড়ি রক্তের বন্ধুত্ব” এই স্লোগানটিকে সামনে রেখে আজ সংগঠনের সাথে জরিত সমগ্র দেশের ৩ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী। জরুরি মূহুর্তে রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীকে রক্তের যোগান দেওয়া, রক্তদানে সবাইকে উৎসাহিত করা সেইসাথে রক্তদানে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সমগ্র দেশের ৫১ টি জেলা কমিটি, ২৯ টি উপজেলা কমিটি, ১১ টি ক্যাম্পাস কমিটি। এছাড়াও কল সেন্টার টিম, ওয়েবসাইট টিম, মডারেটর টিম, ইডিটর টিম, ক্যাম্পেইন সাপোর্ট টিম, নিউজ টিম, উইমেন্স টিম, পরিচ্ছন্নতা শাখা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের মূল চালিকাশক্তি আমাদের মাঠপর্যায়ের স্বেচ্ছাসেবীরা। যারা নিজেদের অর্থায়নে ২৫৮ টি “ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” আয়োজন করেছে। এছাড়াও ১২৪ টি “বৃক্ষরোপণ কর্মসূচী” ও “বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচী” সফলভাবে আয়োজন করা করেছে। এখন পর্যন্ত ৪০০০০ এর অধিক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দিতে আমরা সক্ষম হয়েছি। স্বেচ্ছাসেবীদের প্রতি একটি মাত্র নির্দেশনা, আপনারা নেক নিয়তে মানবতার সেবায় কাজ করে যান। নিশ্চয়ই এর প্রতিদান সর্বশক্তিমান নিজ হাতে দিবেন ইনশাআল্লাহ্।